ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় র্যালী পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে অনুস্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, শিক্ষা অফিসার অঞ্জলী রানী প্রামানিক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,ও সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রাণী বিশ্বাস সহ অন্যান্য অফিসার বৃন্দ। আলোচনায় বক্তারা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের প্রকৃতি পুরাকীর্তি সব সময়ের মতন জীবনের একঘেয়েমি,গতানুগতিক ক্লান্তি দূর করে জ্ঞান এর পথকে প্রশস্ত করেছে।পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ সফল হোক এ প্রত্যয় ব্যক্ত করেন।