কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা ও কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মায়েদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply