কালুখালী প্রতিনিধি \ রাজবাড়ীর কালুখালীতে মৃগী ইউপির হাজারো মানুষের মাঝে করোনাকালীন খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সহিদুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের বথুনদিয়া ঈদগাহ ময়দানে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মৃগী ইউপির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত সকলের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ ব্যপারে শেখ সহিদুর রহমান বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সুপরামর্শে আমি কাজ করে যাচ্ছি। আমি মৃগী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই এবং তাদের বিপদ আপদে পাশে থাকতে চাই। বিশেষ করে যারা দিনমজুর, অসহায়, দরিদ্র তাদেরকে সাহায্য সহযোগীতার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে চাই।