ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৩টা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলার এস,এস,সি পরীক্ষায় ২ টা কেন্দ্রে বাংলা ১ম পত্রে ১৬৪২ জন এর মধ্যে ১৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবং দাখিল পরীক্ষায় ২৮৩ জনের মধ্যে ২৬৭ জন অংশ গ্রহন করে।বৃহস্প্রতিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব, তিনটি কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( এডিএম) সুবর্না রাণী শাহা।এছাড়াও হোগলাডাঙ্গী এম আই মডেল কামিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজবাড়ী শিবরাজ চৌধুরী, কেন্দ্র সচিব প্রিন্সিপাল ড. মো.মহিউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সহ সচিব অধ্যক্ষ মাওঃমোঃ লুৎফর রহমান, ও অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম হেলাল। কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে ছিলেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম নাসিম আখতার সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার, সহ- সচিব প্রধান শিক্ষক মোঃ শিহাব উদ্দিন মোল্লা ও মোঃ আইয়ুব আলী।অপর দিকে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে ছিলেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে একাডেমিক সুপারভাইজার মোঃ ইমতিয়াজ দেওয়ান মুরাদ,সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল, সহ সচিব প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান, মোঃ ইয়াকুব আলী ও হল সুপার প্রধান শিক্ষক মোঃ ফিরোজ হায়দার ও নাছিমা বেগম দায়িত্ব পালন করেন।কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কর্মরত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply