ফজলুল হক ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের হাজী আব্দুল হালিম (টুকু হুজুর) এর ইন্তেকাল। পারিবারিক সূত্রে জানাযায় তিনি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বার্ধক্যজনীত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। জীবদ্যশায় তিনি বাংলাদেশ হাট নেছারিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন মৌলভী শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ হাট মা ফাতেমা (রাঃ) হাফিজিয়াখানার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। মরহুমের জানাযা নামাজ জুমা বাদ বাংলাদেশ হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন ডোবরা শরিফের পীরজাদা হযরত মাওঃ খালেদ বিন নাছের, বাংলাদেশ হাট মা ফাতেমা (রা) হেফজখানার বর্তমান সভাপতি খোন্দকার শফিকুল ইসলাম, বাংলাদেশ হাট মাদরাসার সহকারী সুপার মাওঃ আব্দুল হালিম মিয়াজী, মাজবাড়ী সেরাতুল হক আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আল আশয়ারী, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, সহকারী অধ্যক্ষ নুরুল ইসলাম, হেফজখানার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি মাওঃ আব্দুল মান্নান, কালুখালী দাখিল মাদরাসার সহসুপার ইমরাত আলী, মসিদাহ মাদরাসার সাবেক অধ্যাপক আব্দুল কুদ্দুস এছাড়াও আবুল হোসেন মাস্টার, মোশারফ হোসেন, লুৎফর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মরহুমের বড় ছেলে মাওঃ ইউনুস হোসেনের ইমামতিতে জানাযা নামাজ শেষে তাকে বাংলাদেশ হাট গুলবাগে গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুম তার অগোচরে দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply