কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালীতে উপজেলার তোফাদিয়া গ্রামের মেসার্স আইয়ান এগ্রো ফার্ম এর ১ টন ওজনের সম্রাট বাহারামের দাম ২৫ লাখ টাকা নির্ধারণ করেছেন খামারী মোঃ মোতালেব মোল্লা। দিন দিন পশু পালন লাভজনক হওয়ায় অনুপ্রাণীত হয়ে গত তিন বছর পূর্বে নিজের একটি গাভীতে আমেরিকান ব্রাহামা জাতের বীজ প্রয়োগ করে এই ষাড়টি জন্মগ্রহণ করে। সেই থেকে তিনি কোমল যতেœ লালন-পালন করে আসছেন। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে প্রস্তুত করেছেন বলে জানান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা নিয়মিত পরামর্শ প্রদান করছেন এবং তারা ওজন মেপে নির্ধারণ করেছেন। তাদের দেওয়া তথ্য মতে গরুটির ওজন প্রায় এক টন। মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। এ ব্যাপারে মোঃ মোতালেব মোল্লা বলেন, গত তিন বছর ধরে গরুটিকে আদর সোহাগে বড় করেছি। খড়, ভূষি, ঘাস, খৈল, ভুট্টা ও খড়ের পাশাপাশি আপেল, মাল্টা, কাঁঠাল ও আঙ্গুর খাইয়েছি। আমি আদর করে তার নাম রেখেছি ‘সম্রাট বাহারম’। করোনা মহামারীর কারণে কাঙ্খিত দাম পাবার অনিশ্চয়তা রয়েছে। তবে আমার যাবতীয় খরচাদি উঠে গেলেই গরুটি বিক্রি করে দিবো।
You cannot copy content of this page
Leave a Reply