কালুখালী প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলাধীন কালুখালীতে সাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক দুইবারের সফল চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজারের আশপাশ প্রদক্ষিণ করে লাড়িবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ রুস্তম আলী খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম আলী।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত দুইবারের নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ সকল নাগরিক সোব নিশ্চিত করেছি। এছাড়াও এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন করেছি। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নৌকা। সাওরাইল ইউনিয়নের সাধারণ মানুষ নৌকাকে ভালোবাসে যার প্রমাণ বিগত দিনে সবাই দেখেছে। আমি আশা করি এবারও ইউনিয়নবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। অনুষ্ঠানে ইউপি সদস্য জিল্লর রহমান জিরু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply