ফজলুল হক ॥ রাজবাড়ী জেলার কালুখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মোঃ নাজমুল হাসান বুধবার (১৬ জুন) পূর্বাহ্নে যোগদান করেছেন। কালুখালী থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। তিনি ২০০৭ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রথমে তিনি চুয়াডাঙ্গা জেলায় পরে সাতক্ষীরা, ঢাকা জেলার দোহার, দক্ষিণ কেরানীগঞ্জ এবং ঢাকা জেলার উত্তর ও দক্ষিণে ডিবি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আমি জনবান্ধব হিসেবে কাজ করতে চাই। পুলিশি সেবা পেতে কোনো প্রকার টাকা লাগবে না। কোনো প্রকার দালাল ধরতে হবে না। দালালের সাথে আসলে আমি কোনো অভিযোগ শুনবো না। কালুখালী থানাধীন আইন শৃঙ্খলা বিষয়ক যে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সরাসরি আমার নিকট আসবেন। আর যে কোনো সময় আমাকে ফোন দিবেন। আমি সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি। কালুখালী থানার ওসির দরজা আপনাদের জন্য সব সময় খোলা। আশা করি আপনারা নিজ নিজ অবস্থানে থেকে আমাকে সহযোগীতা করবেন । এসময় কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মোনায়েম হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) এছাড়াও সাংবাদিক মিটুল হোসেন, রুবেল হোসন ও আব্দুর রহিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply