ফজলুল হক ॥ রাজবাড়ীর কালুখালীতে উপজেলার হোগলাডাংগী মোহাম্মাদিয়া ইসলামীয়া মডেল কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতাকল শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা। তিনি তার বক্তব্য বলেন সাংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে হবে। বেশি বেশি বই পড়ার দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, এছাড়াও মাদ্রাসা উপাধ্যাক্ষ নূরুল আমিন, প্রতিষ্ঠাতার ভাই বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, বরপুত্র আমিরুল ইসলাম মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, মোঃ আবু হাসেমসহ বিভিন্ন শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply