ঢাকা অফি ॥ কাশ্মীর সীমান্তে সেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকে উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত শনিবার সেনাবাহিনীর সুরক্ষা বলয়ে পর পর দুটি বোমা বিস্ফোরণের পর শুরু হয়েছে তদন্ত। কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিক তদন্তের পর পাকিস্তানকে দায়ী করছে ভারত। ভারতের দাবি, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে ওই ড্রোন পাঠানো হয়েছিল। কাশ্মীর বিষয়ে এরইমধ্যে দিল্লীতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে হামলার বিষয়ে পাকিস্তানের উপরে ভারতের সন্দেহকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় ইমরান বলেন পাকিস্তানের প্রতিটি নাগরিকই রয়েছেন কাশ্মীরবাসীর সাথে।