মিলন আলী ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু মিরপুর উপজেলার কুর্শা ইউপির কুন্টিয়াচর মাজিরহাট সুন্নিয়া মাদ্রাসার মসজিদের উদ্বোধন করেন। কুর্শা ইউনিয়ন জাসদের সভাপতি সাবেক মেম্বর জামিরুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় একটি করে আধুনিকমানের মনোরম পরিবেশে মসজিদ নির্মাণ করে ধর্মপ্রান মুসুল্লিদের নামাজের পথ সুগম করে দিয়েছেন। আমিও মিরপুর ভেড়ামারার প্রত্যান্ত অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের নামাজের জন্য অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি সরকারের অর্থ দিয়ে। যার ফলে এই সুনামধন্য মাদ্রাসায় কমলমতি তলবি এলেম, আলেম ও স্থানীয় মুসুল্লিদের জন্য এই সুন্দর মসজিদ নির্মাণ করছি। বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের নেতা কারশেদ আলম, হালসা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাসদ নেতা মশিউর রহমান মিলন, মালিহাদ ইউনিয়ন জাসদের নেতা আব্দুল হামিদ, জাসদ নেতা শিলু। সকলের কল্যানের জন্য বিশেষ দোয়া করেন হাফেজ মাওলানা হারেসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাসদ নেতা গাজু ডাক্তার।
Leave a Reply