ঢাকা অফিস ॥ আফগানিস্তানের কুন্দুজ শহর থেকে তালেবান যোদ্ধাদের হঠাতে অভিযান চালিয়েছে বিশেষ বাহিনী। কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা এরইমধ্যে দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। এদিকে, বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের রাজধানীতে ঢুকে হামলা চালিয়েছে তালেবান। এছাড়া পুলিশ সদরদপ্তর দখলে নিয়েছে তারা। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার পর থেকে কোনও প্রাদেশিক রাজধানীতে এটিই তালেবানের প্রথম সরাসরি হামলা। হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউয়ের সব সরকারি কর্মকর্তা কাছের একটি সেনাঘাঁটিতে চলে গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply