1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুমারখালীতে ইচ্ছে স্যানিটারি ন্যাপকিনের অভিহিতকরণ সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ‘ ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন ‘ বিষয়ক অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ ঐহিত্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। কুমারখালী উপজেলা প্রসাশন বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, ইচ্ছে মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মেরিনা আক্তার মিনাসহ প্রমূখ। ইচ্ছে স্যানিটারি ন্যাপকিনের কার্যালয় সুত্রে জানা গেছে, বেকারত্ব নিরোসন ও উদ্যোক্তা তৈরির লক্ষে ইউএনও বিতান কুমার মন্ডলের সার্বিক সহযোগীতায় ২০২২ সালে প্রথমে ১৫ জন নানার বয়সী নারী জাইকা সংস্থা থেকে ৬ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তাঁরা ব্যক্তিগত মাসিক চাঁদা ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক থেকে সহজ শর্তে কিছু টাকা ঋণ নিয়ে ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজ শুরু করেন। বর্তমানে ৩০ জন নারী প্রতিমাসে প্রায় ১০ হাজার পিচ ন্যাপকিন তৈরি করছেন। প্রতি প্যাকেট ( ১০ পিচ) ৫০ টাকায় পাইকারী ও খুচরা বিক্রি করছেন তারা। এবিষয়ে ইচ্ছে মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আখি নাজনীন রিপা বলেন, তাঁদের ন্যাপকিনটি অন্যান্য ন্যাপকিনের তুলনায় অধিক শোষণ ক্ষমতার ও পচনশীল এবং দামে সস্তা। তাঁর ভাষ্য, সহজ শর্তে ঋণ ও সকলের সহযোগীতা পেলে তাঁদের ন্যাপকিনটি একদিন দেশব্যাপী সুনাম অর্জন করবে এবং অসংখ্য কর্মসংস্থান তৈরি করবে। ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য উদ্যোক্তা মেলা, ম্যাপ ও অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে সহজশর্তে ঋণ দেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com