কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা খুলনা বিভাগের আওতায় কুষ্টিয়া জেলা যুব সমাবেশের প্রস্তুতি উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫জুলাই) বিকাল ৫টার সময় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ের ৩য় তলায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য তারেক আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম রফিক, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন দিপ, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক চঞ্চল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক রাসেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শিশির আহম্মেদ নয়ন।