কুমারখালী প্রতিনিধি ॥ করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ার কুমারখালীর স্থানীয়দের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মতবিনিময় করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুমারখালী পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ। সভার শুরুতেই কুমারখালী উপজেলার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, করোনা সংক্রমণের চলমান পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে সবাইকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দুরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধানের বিকল্প নেই। জেলা প্রশাসক আরো বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর বিধিনিষেধ প্রতিপালনে সরকারি কর্মকর্তা, পুলিশ জনপ্রতিনিধিসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা কাজ করে যাচ্ছেন। তা সত্ত্বেও কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও বিনা প্রয়োজনে বাজার ঘাটে যাতায়াত ঠেকাতে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। সেই সাথে পাড়া মহল¬ার শিক্ষিত যুবকদের স্বেচ্ছাসেবক হিসাবে কাজে লাগানোর পরামর্শ দেন। অন্যদিকে, পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পাশাপাশি সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. নওশের আলী বিশ্বাস, মো. শরীফুল আলম, মো. আব্দুল মজিদ, সাংবাদিক হাবীব চৌহান, কেএমআর শাহীন, জাকের আলী, মিজানুর রহমান নয়ন প্রমূখ।
You cannot copy content of this page
Leave a Reply