কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে তরমুজের বাজারে পাইকাড়ি পর্যায়ে কেজি প্রতি ২টাকা খাজনা আদায় ও সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার দুপুরে কুমারখালী তহ বাজার ও প্রধান সড়ক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। তহ বাজারের শহিদুল ইসলাম শহিদের আড়তে প্রতি কেজি তরমুজ বিক্রিতে ২টাকা করে খাজনা আদায় করার একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভ্রাম্যমান আদালত পরিচালনা পরিচালনা করা হয়। ভিডিওটি ধারন করেন স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদ শরীফ। এসময় আড়তদার শহিদ ও তার ছেলে সাব্বিরকে নিয়মের বাইরে খাজনা আদায় করার দায়ে ২হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন ইউএনও রাজিবুল ইসলাম খান। এছাড়াও তহবাজারের একটি বেনেতি ও প্রধান সড়কের একটি ডেকোরেটর-ক্রোকারিজ দোকানে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় পৃথক ভাবে আরো ২হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ইউএনও রাজিবুল ইসলাম খান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। তিনি সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।