কুমারখালী প্রতিনিধি ॥ সাত’শ টাকা চাওয়া নিয়ে বাকবিতন্ডা ও সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হযেছেন। তাঁকে পিটিয়ে ও ফলা মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিহতের চাচা জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন। নিহত পল্লী চিকিৎসক চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে ও গুরুতর আহত জাবেদ নিহতের চাচা সাবেক ইউপি সদস্য। গতকাল সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাকের চাচা ও সাবেক ইউপি সদস্য জাবেদের কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিত া হয়। এসময় জহুরুল সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফলা বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এবং জাবেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply