কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে উপজেলা প্রশাসননের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস সহ বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চের স্মৃতিচারণ ও আলোচনা, ২৫ মার্চ সকালে উপজেলার চাঁদপুর, পান্টি, যদুবয়রা ও সদকী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে (গণকবর) পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply