কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক তরুন ও তার বোন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কুমারখালীর কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। নিহত যুবক কয়া আবাসনের মালিথাপাড়ার বাবলু মালিথার ছেলে তৌকির (২৫)। পেশায় সে মোবাইল মেকার। নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, কয়েকদিন পূর্বে উত্তর কয়া আবাসনের আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) তৌকিরের কাছে মোবাইল মেরামত করতে দেয়। তৌকির মোবাইল মেরামত করে তাকে ফেরত দিলেও বিল্লু মোবাইল ফেরতের বিষয়টি অস্বীকার করে। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন যাবত বাকবিতন্ডা চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার মাগরিবের নামাজের পর বিল্লু ও তার বোন যুথি খাতুন তৌকিরের বাড়িতে এসে মোবাইল ফেরত চায় এবং বাকবিতন্ডার এক পর্যায়ে বিল্লু বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তৌকিরকে। এতে তিনি গুরুতর আহত হলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করে। তিনি আরো জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page
Leave a Reply