নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়–লিয়া গ্রামে লিটন বিশ্বাস এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মোঃ লিটন বিশ্বাস (৩৫) নামের এক মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়। সে কুমারখালীর বড়ুলিয়া গ্রামের মৃত কুতুব উদ্দিন বিশ্বাসের ছেলে।পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ লিটনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।