কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং বিভিন্ন স্কুলে বাদ্যযন্ত্র ড্রাম, ও বেঞ্চ বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে পাবলিক লাইব্রেরীর সামনে উপজেলা শিল্পকলা একাডেমি চত্তর থেকে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এছাড়া পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ৯৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০ জোড়া বেঞ্চ ও ১৯ টি বাদ্যযন্ত্র ড্রাম বিতরণ করা হয়।
Leave a Reply