কুমারখালী প্রতিনিধ ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ১৭জন ক্যানসার,কিডনি,প্যারালাইসিসহ বিভিন্ন দুরারোগ্য রোগীদের মাঝে আট লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে গতকাল সোমবার সকালে ইউএনও কার্যালয়ের প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।