বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া আদালতে অন্তর (১৭) নামে একজন নকল আসামি আটক হয়েছে। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া নারী ও শিশু আদালতে মুল আসামি স্বাধীনের পরিবর্তে হাজিরা দিতে গিয়ে সে আটক হয়। আদালত সূত্র জানায়, গত ১৬ ফেব্র“য়ারি রাতে হামলা ও মারপিট সংক্রান্ত দৌলতপুর থানায় দায়ের করা মামলার আসামি দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মৃত ফজলুর ছেলে স্বাধীনের পরিবর্তে রাজুর ছেলে অন্তর হাজির হোন। বিষয়টি বাদী পক্ষের উকিল জানতে পেরে আদালতকে অবহিত করেন। পরে নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম তাকে কাঠগড়ায় রাখার নির্দেশ দেন। ঘটনাটি নিশ্চিত করে আসামি পক্ষের উকিল এ্যাড. শফিকুল ইসলাম জানান, মামলার হাজিরা দিতে আসা আসামি স্বাধীনের পরিবর্তে অন্তর কাঠগড়ায় উঠলে আদালতের বিচাক বিষয়টি অবগত হলে তাকে কাঠগড়ায় দাড়িয়ে থাকার নির্দেশ দেন। তবে অন্তর শিশু হওয়ায় পবিারের লোকজন মুচলেখা দিয়ে তাকে আদালত থেকে নিয়ে যাবে এমন সিদ্ধান্তও হয়।