নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ নেতার ছেলে শিপনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (২৪ মে) বিকেলে নিহতের পিতা আলতাফ হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় এ মামলা করেন। আলতাফ পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
মামলার এজাহারে উপজেলার পান্টি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনসহ ৩১ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামী রয়েছে আরো ১০ থেকে ১৫ জন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রতিপক্ষের লোকেরা শিপনকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে তার সমর্থকরা এ হত্যাকান্ড ঘটনায় বলে শিপনের পরিবারের দাবি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে শিপন খুন হন। নিহতের বাবা থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply