নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৮ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ২৪৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। ২৪ ঘন্টায় ১০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। গতকাল শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪৫টি পজিটিভ আসে। পজেটিভ সনাক্ত হওয়া রোগীদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১০৪ জন, দৌলতপুর উপজেলায় ৫৩ জন, কুমারখালী উপজেলায় ১৬ জন, মিরপুর উপজেলা ১৯ জন, ভেড়ামারা উপজেলায় ৩৬ জন ও খোকসা উপজেলায় ১৭ জন রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হল ১০ হাজার ৩০৫ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৫৩০ জন। আর শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী করোনায় মারা গেছেন ৩২৮ জন মানুষ।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৭শত ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত শনাক্ত হলো ১০ হাজার ৬১ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক
ডাক্তার তাপস কুমার সরকার জানান রোগীর চাপ বেড়েই চলেছে।
২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২শ’ ৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশরায় স্বাস্থ্যবিধি মানছেননা।
You cannot copy content of this page
Leave a Reply