1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৮ মোট ভিউ

 

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ১৩ জন মানুষ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদিন নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২৩৪ জন মানুষ। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব ও রাপিদ এন্টিজেন  টেস্ট মিলিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮০১টি। এর মধ্যে ২৩৪টি নমুনা পজিটিভ আসে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ শতাংশ। নতুন রোগীর মধ্যে শনাক্তদের মধ্যে সদরেই ৯৬ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৭ জন, কুমারখালী উপজেলায় ৩৯ জন ভেড়ামারা উপজেলায় ১৭ জন মিরপুর উপজেলা ১৬ জন ও খোকসা উপজেলায় ১৯ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৯৪৩২ জন মানুষ করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০৩০ জন। আর এখনও পর্যন্ত মারা গেছেন ২৭৫ জন মানুষ।

গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। বিআরবি ১০ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও ১০০ সিলিন্ডার অক্সিজেনসহ বিভিন্ন সংস্থা থেকে হাসপাতালে অক্সিজেন সহায়তা দিয়েছে। এদিকে, চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও বাইরে বের হওয়া মানুষরা স্বাস্থ্যবিধি মানছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page