নিজ সংবাদ ॥ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অসহায়, অভাবগ্রস্থ ও প্রতিবন্ধী মানুষ যেন একবেলা আহার বিনামূল্যে খেতে পারে এ কথা বিবেচনায় এনে বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত স্বাধীন বাংলা, সাপ্তাহিক ‘মশাল’ ও ‘ইস্পাত’ পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর নামে গঠিত “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট”-এর পক্ষ থেকে প্রতি শুক্রবার ২৭০ জন দুস্থ্যের মাঝে একবেলার খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩১ মার্চ) বাদ আসর কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা কার্যালয়ে এক বেলা খাবার বিতরণ কর্মসুচীর খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী, খেটে খাওয়া মানুষ, রিকসা চালকসহ বিভিন্ন বয়সের ২৭০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিস্জ্জুামান ডাবলু, আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সদস্য ওয়াসিফ বারী চৌধুরী লেখন, আন্দোলনের বাজার পত্রিকার ব্যবস্থাপক শফিকুর রহমানসহ দৈনিক আন্দোলনের বাজার ও সাপ্তাহিক ইস্পাত পত্রিকার স্টাফবৃন্দ। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
You cannot copy content of this page
Leave a Reply