নিজ সংবাদ \ কুষ্টিয়ায় ইজি বাইক মালিক চালক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(৩আগষ্ট) দুপুর ১২টার সময় কুষ্টিয়া হাই স্কুল মাঠ ওয়াহেদ সুপার মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইজি বাইক মালিক চালক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইজি বাইক মালিক চালক কল্যাণ সমিতির উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা শমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, কুষ্টিয়া জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী, কুমারখালী শাখা শ্রমিক লীগের কার্যকারী সভাপতি মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইজি বাইক মালিক চালক কল্যাণ সমিতির সহ-সভাপতি হাসান বাহালুল, বাবলু মন্ডল, মানিক মন্ডল, আবুল কালাম প্রমুখ। এসময় সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কুষ্টিয়া জেলায় চলাচলরত সকল ইজিবাইক চালকদের নানা সমস্যা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।