নিজ সংবাদ ॥ কোন কিছুতেই কমছে না কুষ্টিয়া জেলার করোনা সংক্রমণ। দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে সংক্রমণের হার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। গতকাল রবিবার জেলায় ১৭২ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে ৪ জন করোনা পজেটিভ রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩৮ শতাংশ। রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব মোট ১২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া র্যাপিড এন্টিজেন টেস্ট হয় ৩৩০টি। এরমধ্যে ১৭২টি নমুনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় এটা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ করোনার রোগী শনাক্ত সংখ্যা। পরীক্ষার বিপরীতে সনাক্তের হার প্রায় ৩৮শতাংশ। এদিন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৪ জন। নতুন রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৯৪ জন, কুমারখালী উপজেলায় ১৫ জন, দৌলতপুর উপজেলায় ২৫ জন, ভেড়ামারা উপজেলায় ১৭ জন, মিরপুর উপজেলায় ১৩ জন এবং খোকসা উপজেলায় ৮ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪০ জন। আর মারা গেছেন ১৮৯ জন মানুষ।
You cannot copy content of this page
Leave a Reply