নিজ সংবাদ ॥ ক্রমশ লাগামহীন হয়ে উঠছে কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই মরণ ভাইরাস। গতকাল রবিবার জেলায় নতুন করে আরো ৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরো ১ জন রোগী। সেই সাথে নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হারও বেড়েছে। গতকাল রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭১টি নমুনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ৪১.৫২ শতাংশ যা গত বৃহস্পতিবার ছিল ৩৩.৪৮। নতুন শনাক্ত হওয়ার রোগীর মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, মিরপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুরে ১২ জন, খোকসা উপজেলায় ৩ জন ও ভেড়ামারা উপজেলায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮৩২ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন ১৩০ জন।
You cannot copy content of this page
Leave a Reply