নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় দিনকেদিন ভযঙ্কর হয়ে উঠছে করোনা সংক্রমণ জেলায় নতুন করে আরো ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুজন রোগী। সেই সাথে নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হারও বেড়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৪টি নমুনা পজিটিভ সনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ৩৩. ৪৮ শতাংশ যা গত বৃহস্পতিবার ছিল ৩১.৪৪। নতুন শনাক্ত হওয়ার রোগীর মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, মিরপুর উপজেলায় ১৩ জন, কুমারখালী উপজেলায় ৬ জন, দৌলতপুরে ৪ জন ও ভেড়ামারা উপজেলায় ৭ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ২ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৭৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮১২ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন।
You cannot copy content of this page
Leave a Reply