নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলায় নতুন করে ৬৭ জন করোনা রোগী পাওয়া গেছে। এদিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব এ জেলার মোট ২২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি নমুনা পজেটিভ আসে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৩.৫০ শতাংশ। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৪৩ জন, দৌলতপুর উপজেলায় ৭ জন, কুমারখালী উপজেলায় ৯ জন, ভেড়ামারা উপজেলায় দুইজন এবং খোকসা ও মিরপুর উপজেলায় তিনজন করে রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন অব্দি জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৫৩২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৫৪ জন রোগী। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২০ জন রোগী। এদিকে, জেলায় করোনা প্রতিরোধ কমিটি সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন বিধি-নিষেধ জারি করলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না। বিশেষ করে দিনের বেলায় কাঁচা বাজার ও বিপণিবিতানগুলোতে অসম্ভব ভিড় লক্ষ করা যাচ্ছে। তবে রাত আটটার পর শহরের অধিকাংশ দোকানপাট বন্ধের বিষয়টি অনেকটা নিশ্চিত করতে পেরেছে প্রশাসন।
You cannot copy content of this page
Leave a Reply