নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় চলছে কঠোর লকডাউন কিন্তু সব কিছুতেই যেন হযবরল। প্রশাসনের নিস্ক্রীয়তায় এর প্রধান কারন বলে মনে করছেন সকলে। হাটে বাজারে, সড়কে, মোড়ে, চায়ের দোকানে মানুষের অযাচিত চলাচল বন্ধ নেই। জেলায় যেখানে করোনার সর্বোচ্চ থাবা ঠিক সেই মুহুর্তে মানুষের ঘরের বাইরে নামার ঢল পড়েছে। কারনে অকারনে মানুষের চলাচল বন্ধে লকডাউন শুরু দিকে কিছুটা তৎপরতায় মানুষের চলাচলে প্রতিবন্ধকতা ছিল কিন্তু বর্তমানে কোন প্রতিবন্ধকতা ছাড়াই কুষ্টিয়ার মানুষ ঘরের বাইরে আসতে পারছে । সড়কে আর পুলিশের বাঁধা নেই, আর প্রশাসনের তৎপরতা একেবারের নিয়মের মধ্যে। এই করোনার ভয়াবহতার সময়ে যেখানে প্রশাসনের তৎপরতা বেশি থাকার কথা সেখানে একেবারেই শুন্যে নেমে গেছে প্রশাসনের নজরদারী। গতকাল কুষ্টিয়া কলকালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে যেয়ে দেখা গেলে শত শত মানুষের উপচে পড়া ভিড়। টিকা দেয়ার জন্য স্কুল মাঠে হাজারো মানুষের উপস্থিতি বলে দিচ্ছে মানুষের মাঝে কোন রকমের সচেতনতা এমনকি করোনা রোধে সাবধানতা অবলম্বন বলতে কিছুই নেই। সব কিছুতেই ছিল হযবরল। এদিকে শহর এবং শহরতলীর সড়কে জনগন এবং যানবাহনের বাড়তি চাপ অব্যাহত ছিল। মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা একেবারেই ছিল না। গতকাল ডিসি কোর্ট চত্বরে দেখা গেছে যশোর থেকে আসা সেনাবাহিনীর দুটি জীপে থাকা সেনা সদস্যরা প্রায় ২ঘন্টা সময় সেখানে অলস কাটিয়েছে।