নিজ সংবাদ ॥ করোনায় দিনদিন মৃত্যুপুরী হয়ে উঠছে যেন কুষ্টিয়া। গতকাল শুক্রবার মারা গেলেন আরো ৭ জন মানুষ। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৪১% শতাংশ।
গতকাল শুক্রবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯৫টি নমুনা পজিটিভ আসে। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় ৪১ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছে ৭ জন করোনা রোগী। নতুন রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় সর্বোচ্চ ৭৮ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, দৌলতপুর উপজেলায় ১জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৫ জন এবং খোকসা উপজেলায় ৬ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৮২৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৮৯ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ২২৫ জন মানুষ।
You cannot copy content of this page
Leave a Reply