নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার বাসিন্দা আবদুল আজিজ শেখ (৮০)। স্ত্রী আলেয়া বেগম (৭৫)সহ দুজনই গত ৩ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হন। ওই দিনই তাঁরা কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হন। এদিকে হার্টের সমস্যা নিয়ে গত ২ জুলাই ছেলে মতিয়ার রহমান (৫২) শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল বুধবার দুপুরে আজিজ শেখ চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যান। এখবর শুনে ছেলে মতিয়ার রহমান বিকেল পাঁচটার দিকে মারা যান। মারা যাওয়া ব্যক্তিদের পরিবার সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র জানায়, আবদুল আজিজ ও তাঁর স্ত্রী আলেয়া বেগম করোনা ১নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাদের তার শরীরে অক্সিজেন চলছিল। বুধবার বেলা সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মারা যান। তবে তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। আজিজের পরিবার দুপুরেই লাশ নিয়ে যায়। মতিয়ারের আত্বীয় শিউলি রহমান জানান, মতিয়ার রহমান হার্টের সমস্যা নিয়ে একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পর থেকে তাঁর বুকে ব্যথা অনূভূত হতে থাকে। বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। দুজনের লাশই সন্ধ্যায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। তোফাজ্জেল হেলথ ক্লিনিকের সত্ত্বাধিকারী চিকিৎসক আমিনুল হক রতন বলেন, ‘মতিয়ার হার্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তাঁর কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page
Leave a Reply