নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে টানা চার সপ্তাহ ধরে চলমান বিধিনিষেধ থাকলেও করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৪ এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। সবমিলিয়ে একদিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়াল। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জন মানুষের শরীরে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার (৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার।
তিনি জানান, এছাড়াও ২৪ ঘন্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে ২৯ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮ জন। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৮৩ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত শনাক্ত হলো ৯ হাজার ৬৬৪ জন। করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮০ জন রোগী। এর মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে এখানে। এদিকে চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। শহরে ঢোকার প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু মানুষ তেমন কোনো বাধা ছাড়াই চলাচল করছে।
You cannot copy content of this page
Leave a Reply