নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৩ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ৫ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৯ শতাংশ। গতকাল সোমবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৯১ পজিটিভ আসে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১৯ জন, দৌলতপুর উপজেলায় ৫৮ জন, কুমারখালী উপজেলায় ৩১ জন, মিরপুর উপজেলা ৩৮ জন, ভেড়ামারা উপজেলায় ৪১ জন ও খোকসা উপজেলায় ৪ জন রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছ। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হল ১০৮৭৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৮২৪ জন। আর সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় মারা গেছে ৩৫০ জন মানুষ। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার জানান, রোগীর চাপ বেড়েই চলেছে। ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২শ’ ৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশরাই মানছেননা স্বাস্থ্যবিধি।