নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। গতকাল রবিবার জেলায় ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন একজন রোগী। গত পৌনে দুই মাসে এটাই সর্বোচ্চ শনাক্ত।
গতকাল রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার মোট ২২০ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পিসিআর নমুনা ১৮৪টি। রেপিড অ্যান্টিজেন টেস্ট ২৪ টি এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের বারোটি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩টি নমুনা পজিটিভ আসে। শনাক্তের হার ১৫.৮৬%। এনিয়ে কুষ্টিয়া জেলায় মোট করোনা রোগী শনাক্ত হল ৪৯৯৭ জন। মৃত্যুবরণ করেছে ১১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় দুজন, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় একজন করে এবং মিরপুর উপজেলায় তিন জন রোগী রয়েছে। ঈদের পর থেকেই কুষ্টিয়া জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তবে জেলায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে অনেকটা ঢিলেঢালাভাবে। ভারত সীমান্তবর্তী জেলা হিসাবেও কুষ্টিয়া অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে এরই মধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত সীমান্তবর্তী আরো ছটি জেলার সাথে কুষ্টিয়াতে কঠোর লকডাউন কার্যকর করার সুপারিশ করেছে। স্থানীয় সচেতন মহল আশা করছে এখানকার প্রশাসন করোনা প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব জায়গায় ভিড় বেশি সেখানে প্রশাসনের লোকজন নজরদারি বাড়াবে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে।
You cannot copy content of this page
Leave a Reply