নিজ সংবাদ ॥ করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে ৪৫০ জন মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। গতকাল রবিবার দুপুর ১২টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। এছাড়া যে সকল ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর দেয়া এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে তাদের বাড়িতে জেলা পরিষদ সদস্য দ্বারা খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মুন্সী মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী শফিকুল আজম, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান প্রমূখ। খাদ্য সহায়তা উদ্বোধনকালে হাজী রবিউল ইসলাম বলেন- করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষকে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা উপহার দিচ্ছেন। যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তিনি আরো বলেন, আপনারা এটাকে ত্রাণ মনে করবেন না, আসছে পবিত্র ঈদুল ফিতরে আমরা যেন বাড়িতে থেকে সকলে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারি সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলকে সচেতন হতে হবে, জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করুন। স্বাস্থ্য বিধি নিয়ম মেনে চলুন।
You cannot copy content of this page
Leave a Reply