নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় নতুন করে আরো ৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে একজন রোগী। গতকাল বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৩টি নমুনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৭.৮৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়ার রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৯ জন, মিরপুর উপজেলায় ১৩ জন, কুমারখালী উপজেলায় ১৬ জন, দৌলতপুরে ১৬ জন, খোকসা উপজেলায় ৯ জন ও ভেড়ামারা উপজেলায় ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯০৭জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯১৪ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন। গত শনিবার থেকে প্রশাসন কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়। তবে এর মধ্যেও জেলায় করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে চলেছে।