“গিফট” নামের একটি শো-রুমের উদ্বোধন করেছে টোকাই সমিতি কুষ্টিয়া জেলা শাখা। গতকাল বুধবার বিকালে এন রোডে ফায়ার সর্ভিসের সামনে এ শো-রুমের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু। অনুষ্ঠানে বিশেষ বক্তা অতিথি ছিলেন ইবি আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড.শাজাহান মন্ডল, ইবি রিলেসন্স ডিভিশনের পরিচালক ড.আমানুর আমান, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ইকবাল মাহমুদ, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন, আওয়ামীলীগ নেতা মমিজুর রহমান মমিজ প্রমুখ। উল্লেখ্য এ শো-রুমে শিশু, নারী ও পুরুষের জামা কাপরসহ বিভিন্ন জিনিস পত্র পাওয়া যাবে। বিক্রিত পণ্যের লাভের অংশ ব্যায় করা হবে টোকাই (পথশিশু) শিক্ষা কার্যক্রমে। ইতিমধ্যে এই সমিতির উদ্যেগে কুষ্টিয়াতে ১০ জন টোকাই (পথশিশু) এর শিক্ষাব্যায় বহন করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply