নিজ সংবাদ ॥ গতকাল শুক্রবার ২০ মে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র্যাবের অভিযানে ৯৫ (পঁচানব্বই) লিটার চোলাই মদ সহ প্রনব ঘোষ (৫৪) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । সে কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত পরেশ ঘোষ এর পুত্র । র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল ২০ মে দুপুর ১২:৫০ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শেরকান্দি গ্রামে”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৫ (পঁচানব্বই) লিটার চোলাই মদ সহ প্রনব ঘোষ (৫৪)কে আটক করে । যাহার আনুমানিক বাজার মূল্য ৪৭,৫০০/- (সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা। এছাড়াও আটক মাদক ব্যবসায়ীর নিকট থেকে একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে । পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply