বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বড় স্টেশন এলাকায় বৃক্ষরোপন ও বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, নিরাপদ বাসস্থানযোগ্য পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। সেই সাথে অপ্রয়োজনে বৃক্ষ নিধনের বিরুদ্ধে কঠোর আইন করতে সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ সকলের প্রতি বেশি বেশি গাছ লাগানোর জন্য অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আবু মনি সাকলায়েন এলিন ও শহর শাখার সাবেক সভাপতি মাহফুজ্জামান তিতাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি