নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল করে বাড়িসহ জমি ও বাড়ি-ঘর দখলের অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যুচক্রের বিরুদ্ধে। বাড়ি মালিকের অনুপস্থিতির সুযোগে চক্রটি ওই বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করেছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বেড়বাড়াদি গ্রামে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগিরা। অভিযোগ সূত্রে জানা গেছে, ইবি থানার বেড়বাড়াদি গ্রামের বাড়ি ও জমি দুই বোন জামিলা নাহার শেখ এবং জোবাইদা নাহার শেখের নামে তাদের মা রেজিষ্ট্রি করে দেন। আর এই দুই বোনের মধ্যে জামিলা নাহার শেখ ঢাকাতেই বসবাস করেন। তার বড় বোন জোবাইদা নাহার শেখ বর্তমানে অস্ট্রেলিয়া বসবাস করে। বড় বোন জোবাইদা নাহার শেখ দেশের বাইরে থাকায় মায়ের সূত্রে পাওয়া বেড়বাড়াদি গ্রামের ঐ বাড়ির জমি দেখাশুনার জন্য দায়িত্ব দেয় ছোট বোন জামিলা নাহারকে। আর ছোট বোন জামিলা নাহার শেখ ঢাকায় বসবাস করায় মায়ের দেয়া রেজিষ্ট্রিকৃত বাড়ি দেখাশুনার জন্য কুষ্টিয়া জেলার ইবি থানার বেড়বাড়াদি গ্রামের আবুল মন্ডলের ছেলে মোঃ নজরুল ইসলাম ও নুরুকে দায়িত্ব দেয়। জামিলা নাহার শেখ গত ৬ জুন বেলা ১টার সময় বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিবেশী মোঃ নজরুল ইসলাম ওরফে নুরুকে মোবাইল ফোনে জানতে চাই। এ সময় সে জানায়, কয়েকদিন পূর্বে ইবি থানার দুর্বাচারা গ্রামের মৃত শাহ্ উজির উদ্দিনের ছেলে শাহ্ মোঃ মেজবাহুর রহমান (৫৫), রাহিনী গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ শামসুল ইসলাম (৩০), দুর্বাচরা গ্রামের শাহ্ খলিলুর রহমানের ছেলে শাহ্ ইউসুফ হুসাইন (৩২) এবং রাহিনী গ্রামের মোঃ আক্তার খাঁর ছেলে মোঃ ছাদ্দাম খাঁসহ (৩০) অজ্ঞাতনামা আসামীরা বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বলে যায়, বাড়ি ঘর জমি-জমা তাদের কাছে বিক্রি করে দিয়েছি তারা। এই রকম আরো অনেক মিথ্যা কথা বলে এবং মিথ্যা জাল দলিল তৈরী করে প্রতিবেশীদেরকে দেখায়। এ সময় এজাহারভুক্ত আসামীরা পরস্পর যোগসাজসে ঘরের তালা ভেঙ্গে ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বিভিন্ন সময় তারা ঘরে থাকা আসবাবপত্র ও গাছ কাটাসহ ২৬ লক্ষ ৫৯হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনা শুনে জামিলা নাহার শেখ ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসে। এসে দেখে মালামাল চুরি করে নিয়ে গেছে। জামিলা নাহার শেখ এ সব অভিযোগ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তাং-০৭/০৬/২০২২ ইং। মামলায় উল্লেখ করেন, ইতিপূর্বে তার ঢাকার গুলশান বাড়ি বড় বোন জরিনা নাহার শেখ এবং তার স্বামী মোঃ রফিকুল ইসলামসহ কয়েকজন মিলে জালিয়াতির মাধ্যমে বিক্রয় করে দেয়। এই ঘটনার সঙ্গে উক্ত আসামীরাসহ তার বোন জরিনা নাহার শেখ এবং তার স্বামী রফিকুল ইসলাম জড়িত। এছাড়াও ইবি থানার বিত্তিপাড়ায় অবস্থিত লালন ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটিও জালিয়াতির মাধ্যমে বিক্রি করতে পারে বলে আশঙ্কা করেছেন। তিনি এজাহারে আরো উল্লে¬খ করেন, সে বা তার বোন জোবাইদা নাহার শেখ কোথাও জমি বিক্রি করে নাই। আসামীরা বেআইনিভাবে বাড়ি ঘর লুন্ঠন করে, জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিলপত্র তৈরী করেছে। অপরদিকে আসামীরা বিভিন্নভাবে তাকে হুমকি প্রদান করছে। এখন সে নিরাপত্তা হীনতায় ভুগছে।
ভুয়া দলিল তৈরী করে জমি বিক্রির পাঁয়তারা রোধে সাধারণ জনগন ও প্রশাসনকে সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জমির প্রকৃত মালিক জোবাইদা নাহার শেখ ও জামিলা নাহার শেখ।
এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি জালিয়াতির একটি একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply