নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে থানার ভেতরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের এসআই শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেছিলেন। এসআই শাহবুদ্দিন বলেন, থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরের খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায়, তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।’ তিনি আরো বলেন, ‘ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply