নিজ সংবাদ ॥ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের সহযোগিতায় কুষ্টিয়া প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ১০০ জন দূর্যোগ ও ক্ষতিগ্রস্থ শিশুদের জন্য শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মাদ আব্দুর রহমানের সভাপতিত্বে শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১০০ জন দূর্যোগ ও ক্ষতিগ্রস্থ শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছাঃ শারমিন আখতার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার সহ জেলা দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের সূত্র মতে, প্রতিজন শিশুকে এক কেজি চিনি, ৫০০ গ্রাম গুড়ো দুধ, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম খেজুর এবং ২০০ গ্রাম সেমাই বিতরণ করা হয়েছে।
Leave a Reply