নিজ সংবাদ ॥ কুষ্টিয়া বটতৈল ৬ লেনথ মোড়ে ট্রাফিক পুলিশ ও সিগন্যাল এর দাবিতে এবং ড্রাম ট্রাক দিনের বেলায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বটতৈল ইউনিয়নের ছাত্র সমাজ ও স্কুল, কলেজ,মাদ্রাসা,ইউনিভার্সিটির ছাত্ররা। তাদের দাবী দিনের বেলায় ড্রাম ট্রাক চলবে না।কুষ্টিয়া বটতৈল ৬ লেনথ মোড়ে ট্রাফিক পুলিশ ও সিগন্যাল থাকতে হবে।শুধু তাই নয় কুষ্টিয়া থেকে শুরু করে ইসলামী ইউভার্সিটি পর্যন্ত প্রতিটা গাড়ি অভার স্পীডে চলতে পারবে না।প্রত্যেক গাড়িতে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।ফিটনেজ বিহিন গাড়ি চলবে না। তারা আরো বলেন ইফতিয়াজ ও তার মায়ের অকাল মৃত্যুতে আজ আমরা ছাত্র সমাজ এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।আমাদের দাবি না মানা পর্যন্ত এই মানব বন্ধন নিয়মিত চলতে থাকবে।আমরা আজকে শান্তি পূর্ণ ভাবে মানব বন্ধন করলাম।এর পরে কিন্তু এই ছাত্র সমাজ বসে থাকবে না। প্রতিটা দিন আমার কোন ভাই,আমার মা,বা আমার কোন চাচার এই দানব ড্রাম ট্রাক তাদের জীবন কেড়ে নিচ্ছে।পৃষ্ট হয়ে যাচ্ছে রাস্তার সাথে।এই দিকে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় তার ফোর্সদের পাঠিয়ে গাড়ি থামিয়ে ড্রাম ট্রাকের ড্রাইভার ও গাড়ির কাগজ না থাকায় ৭টি গাড়িতে মামলা দেন।
Leave a Reply