নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে । সকলের সমন্বিত সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে বের হয় আসা সম্ভব নয়। তিনি গতকাল শনিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলার তৃতীয় লিঙ্গ, অতিদরিতদ্র, দুস্থ্য ও ভাসমানদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে একথা বলেন। জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আজকের দিনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে দুস্থ্য ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি মশুরীর ডাল ও এক কেজি লবন।