বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা দীর্ঘ প্রায় চার দশক যাবত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে করোনাকালীন দুর্যোগে কুষ্টিয়ায় অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের আমলাপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় টেলি কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. এসএ মালেক। তিনি বলেন, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে ঠেকাতে সকলের স্বাস্থ্য সচেতনতা জরুরি। এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন। রমজানে কয়েক দফা ত্রাণ বিতরণ করায় তিনি বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু পরিষদ সাড়া দেশে ত্রাণ বিতরণ করছে। সকলে সুস্থ থাকার জন্য সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি। ত্রাণ বিতরণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ম-সম্পাদক ড. আমানুর আমান, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বঙ্গবন্ধু পরিষদ গণপূর্ত কেন্দ্রিয় নেতা মতিয়ার রহমান, বঙ্গবন্ধু মহিলা পরিষদ নেত্রী নিলুফার রহমান এ্যানি, বঙ্গবন্ধু পরিষদ নেতা সাহাবুদ্দিনসহ পরিষদের অনান্য নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply