নিজ সংবাদ ॥ গতকাল শুক্রবার এবং বৃহঃবার রাতে কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দূর্ঘটণায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন । কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র গাড়ীর যাত্রী হেলেনা বেগম (৫০) ও সিএনজি চালক (অজ্ঞাত) দুইজন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২০মে) সন্ধ্যা ৬.০০ টার দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে রিজিয়া নামের এক নারীর অবস্থা আশংকা জনক। নিহতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম এবং মহেন্দ্র চালকের নাম ঠিকানা এখনও জানা যায়নি। আহতরা হলেন, নাহিদা পারভিন, পিতা : গিয়াস উদ্দিন, গ্রাম মেঘনা, পাংশা, রাজবাড়ি, শিলা (১৮) ও তার মা রিজিয়া, দমদমা বাঁশ গ্রাম, কুমারখালি। স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা মাহেন্দ্র গাড়ীতে কুষ্টিয়ায় বোনের বাড়ির উদ্দেশ্যে আসছিল হেলেনা বেগম ও তার মেয়ে নাহিদা পারভিন। অপর দিকে কুষ্টিয়া ট-১১-২৭৬৬ নামে ১০ চাকার একটি ট্রাক হেলপার চালিয়ে কুমারখালীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে লাহিনী বটতলা নামক স্থানে পৌছালে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মাহেন্দ্র গাড়ীর যাত্রী হেলেনা বেগম মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় মাহেন্দ্র গাড়ীর চালকসহ আহত ৪ জনকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যায় মাহেন্দ্র গাড়ীর চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হেলানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক পালিয়ে যায়। এসময় স্থানীয় বেশকিছুক্ষন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের লাহিনী বটতলায় সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজন মহিলা মারা গেছে। আহতের চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। তবে ধারণা করা হচ্ছে যিনি মারা গেছেন ইনি সিএনজির ড্রাইভার। এখনও আমরা লাশের যে আইনগত কার্যক্রমগুলো দেখছি। যত দ্রুত সম্ভব স্বজনদের হাতে লাশ হস্তান্তর করবো। সিএনজি ও ট্রাক দুটোই আমাদের হেফাজতে আছে। তবে ট্রাক চালক দ্রুত ট্রাক ছেড়ে পালিয়ে গেছে যে কারণে তাকে আমরা গ্রেফতার করতে পারিনি তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে লাহিনী চারা বটতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলেনা বেগম নিহত হন। অপর দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুইটি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মেহেরপুর গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৩) ও কুষ্টিয়া পৌরসভার বাড়াদি এলাকার বাসিন্দা মোসলেম হাওলাদার (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে মোসলেম হাওলাদার প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ভ্যানটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোসলেম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির লাশও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে বৃহঃবার ১৯ মে দিবাগত রাতে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে শ্যামলী পরিবহনের এটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামার দশমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাটি খননযন্ত্র পেছন থেকে বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনে থানা যাত্রী শাহাবুদ্দিন মারা যান। এ ঘটনায় বাসের আরেক যাত্রী সামান্য আহত হয়েছেন। এই বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহত শাহাবুদ্দিনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
Leave a Reply